পানি শুকিয়ে বিহারে দৃশ্যমান হলো ১২০ বছরের পুরাতন মসজিদ

জাতীয়

ভারতের বিহারে খরার ফলে পানি শুকিয়ে জেগে উঠেছে পুরনো এক মসজিদ। এ নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ফুলওয়ারিয়া বাঁধের পানিতে এটি একসময় ডুবে গিয়েছিল। পানি শুকিয়ে যাওয়ায় তিন দশক পর এখন দেখা যাচ্ছে পুরো মসজিদটিই।
সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, হঠাৎ দৃশ্যমান মসজিদটি নিয়ে উৎসুক সবাই। অনেকেই মসজিদটির কাছে গিয়ে ছবি তুলছেন। ভেতরে প্রবেশ করছেন কেউ কেউ।
১৯৮৫ সালে ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণের সময় এটির সলিল সমাধি ঘটেছিল। প্রথমে পানির স্তর কমতে থাকলে গম্বুজের চেহারা দৃশ্যমান হতে থাকে। তবে বিষয়টি ভালোভাবে কেউই বুঝতে পারেননি। সবার মধ্যে কৌতূহল জাগতে থাকে।
এরপর পানি শুকিয়ে পুরো মসজিদ সামনে আসতেই চমকে ওঠেন সবাই। মসজিদটির উচ্চতা প্রায় ৩০ ফুট। প্রাচীন মুঘল রীতিতে এটি নির্মিত বলে মনে করা হচ্ছে। অনেকে আবার দাবি করছেন, মসজিদটি ১২০ বছর আগে নির্মিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *