পারল না ইরান, শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলস হারলে অথবা ড্র করলে শেষ ষোলোতে যেতে ইরানের দরকার ছিল অন্তত এক পয়েন্টের, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দরকার ছিল জয়ের। যুক্তরাষ্ট্রকে আটকাতে পারেনি ইরান। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার রাতে আল থুমামা স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিক যুক্তরাষ্ট্রকে জয়সূচক গোল এনে দেন।

ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি আসে ৩৮তম মিনিটে। ওয়েস্টন ম্যাককেনির ক্রস থেকে ডিফেন্ডার সার্জিনিও ডেস্ট হেডে ডি-বক্সের ভেতর ফেললে দুর্দান্ত ভলিতে ইরানের জাল কাঁপান পুলিসিক।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকবার ইরানের জালে বল পাঠান টিমোথি উইয়াহ। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। বাতিল হয়ে যায় গোল।

৫২তম মিনিটে রামিন রেজাইয়ানে ক্রসে ডি-বক্সে আলি গোলিজাদেহর হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। সুযোগ হারায় ইরান।

৯ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মোর্তেজা পুরালিগাঞ্জির ডাইভিং হেড সামান্যের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

এই জয়ের গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে গেল যুক্তরাষ্ট্র। নকআউট পর্বে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *