পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী প্রধানের ঈদ উদযাপন।

জাতীয়

আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও ফোর ইস্ট বেঙ্গল দীঘিনালা জোনের পাংখোয়াা পাড়া সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রোববার (১০ জুলাই) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন পরিদর্শনকালে সেনা সদস্যের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি।

দুপুর ১২টায় সেনাপ্রধান বাঘাইহাট জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।

এসময় সেনাপ্রধান বলেন, ‘দেশের সীমারেখায় সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বের খাতিরে ঈদের দিন পরিবার পরিজন থেকে দূরে আছেন অনেক সেনাসদস্য। উৎসবের দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি তাদের কাজে উৎসাহ জোগাবে।

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

এ সময় সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *