পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

জাতীয়

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তারা হলেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের শিক্ষার্থীদের নিয়ে একটি বিআরটিসি দ্বিতল চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে একটি রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সাথে বিদ্যুতায়িত হয়। মুমূর্ষু অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এই ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি শিক্ষার্থী।

যে সড়কে কোনোদিন বাস চলাচল করে না, সেই সড়কে দ্বিতল বাস নিয়ে পিকনিকে আসছে শিক্ষার্থীরা। যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *