হবিগঞ্জের মাধবপুরে রায়হান (১২) নামে একটি শিশু তার বাবার হাতে খুন হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই গ্রামের জাহান মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক জাহানকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, দরিদ্র কৃষক জাহান রোববার দুপুরের দিকে ঘরে ঢুকে ঘুমন্ত শিশু রায়হানের ওপর হঠাৎ চড়াও হন। এরপর একটি কাঠের ঠুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জাহানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহান মানসিক ভারসাম্যহীন। রায়হানের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন