অবশেষে পিরোজপুর বাইপাস সড়কে নিজের প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনেই দাফন করা হবে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দেলাওয়ার হোসাইন সাঈদীর পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের কবরস্থানে তাঁকে দাফনের জন্য কবর খোড়া হয়েছে। তবে, কয়টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বা কখন দাফন করা হবে সে বিষয়ে সূত্রটি নিশ্চিত কিছু বলতে পারেনি।
এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদী। তাঁর ওয়াসিয়াত অনুযায়ী খুলনায় নিজের প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসায় তাঁকে দাফন করার কথা থাকলেও নানা কারণে পিরোজপুরে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে পরিবার থেকে জানানো হয়েছে।
শেয়ার করুন