এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ কর্তৃক ৩ই জানুয়ারি ২০২৪ইংরেজি রোজ বুধবার, হবিগঞ্জ পুনাক সভানেত্রী জনাব ডাঃ জান্নাতুল নাঈমা হক এর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় পুনাক, হবিগঞ্জ এর অন্যান্য নেত্রীবৃন্দ সম্মানিত হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিণী জনাব ডাঃ জান্নাতুল নাঈমা হক-কে ফুল দিয়ে বরণ করে নেন।
বরণ অনুষ্ঠান শেষে সম্মানিত হবিগঞ্জ পুনাক সভানেত্রী উপস্থিত পুনাকের সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং হবিগঞ্জ পুনাকের কার্যক্রম আরো সুদৃঢ় করতে পুনাকের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, হবিগঞ্জ পুনাকের প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা একটি পরিবার। পরিবারের প্রত্যেকটি সদস্য এর সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়ে সামনে কাজ করার অঙ্গীকার বদ্ধ থাকব।
এছাড়া অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন