পুরনো নিদর্শন সুনামগঞ্জের পাগলা মসজিদ

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ঐতিহাসিক নিদর্শন গুলোর অন্যতমও স্হাপত্য হলো পাগলা বড় মসজিদ। এটি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর নামক গ্রামে মহাসিং নদীর তীরে অবস্হিত। চিত্তাকর্ষক কারুকাজে তৈরি দো-তলা বিশিষ্ট গম্বুজ ওয়ালা মসজিদটি কলকাতার ব্যবসায়ী ইয়াসিন মির্জা ১৯৩১ইং সনে তার নির্মান কাজ শুরু করেন। তৎকালীন সময়ে ব্যয়বহুল এই ধর্মীয় ইমারত নির্মাণ করতে সময় লেগেছিলো প্রায় দশ বছর। আজকের দিনে এই মসজিদের নিচ তলায় মাদরাসার তালাবাদের কুরআন পাঠ এবং উপর তলায় সালাত আদায় করেন সাধারণ মুসল্লিরা।

একনজর পুরনো এই স্হাপনাটি দেখতে সাংবাদিক,কলামিস্ট,কন্টেন্ট ক্রিয়েটরসহ নানা পেশার লোকজনের আনাগোনা হয় পাগলা প্রাচীন ঐতিহ্য এই মসজিদে। ইতিহাস বলে ভবন তৈরি কাজে মাটি ভরাট করতে গিয়ে যে নদী খনন করা হয়েছিলো সেটিই আজকের পরিচিত মহাসিং নদী। বর্তমান সময়েও মহাসিং নদী পাগলা মসজিদের সাথে ইতিহাসে উল্লেখ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *