পুলিশি বাঁধা উপেক্ষা ফেঞ্চুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পথসভা

সিলেট

বাঁধা ডিঙ্গিয়ে ৯ জুলাই তারুণ্যের সমাবেশ সফল করুন: এসএম জিলানী

দফায় দফায় পুলিশি বাঁধা, লাটিচার্জ, মাইক ও ব্যানার কেড়ে নেওয়ার পরও নেতকর্মীরা প্রতিরোধ গড়ে তুলে ফেঞ্চুগঞ্জে প্রচারপত্র বিতরণ, পথসভা ও মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে এঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটলে বাদ মাগরিব নির্ধারিত দক্ষিণ ফেঞ্চগঞ্জ মাইজগাঁও বাজারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেন, আওয়ামী দুঃশাসনের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ভয়ভীতি উপেক্ষা করে সব বাঁধা ডিঙ্গিয়ে ৯ জুলাই তারুণ্যের সমাবেশ সফল করতে হবে। তিনি অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের নাম ঠিকানা সংরক্ষণ করে রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তপু আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন, সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছোটন, সাংগঠনিক সম্পাদক হাসিম উদ্দিন কয়ছর, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরওয়ার রেজা, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু।

পথসভা ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম, জুবেরুল ইসলাম জুলিয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আবুল হোসাইন সামি, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওয়ালিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাউছার প্রমুখ।

পথসভা শেষে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর নেতৃত্বে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করা হয়। বিকেলে মৌলভীবাজার থেকে ফেঞ্জগঞ্জে আসার পথে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে মোটর শোভাযাত্রাসহ দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে নিয়ে আসা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *