স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
পুলিশি বাঁধা পেরিয়ে গতকাল( ৯ সেপ্টেম্বর) শুক্রবার বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠা উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর শহর ও এর আশেপাশের এলাকা থেকে মিছিল সহকারে আসতে চাইলে প্রথম পুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হলেও বাঁধা উপেক্ষা শত শত মহিলা যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত কার্যালয়ের সামনে হাজির হয় এবং যথাযথ সম্মানের সাথে দিবসটি উদযাপিত হয়েছে।
মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমিয় ফয়সাল, জেলা ছাত্রদলে সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিক নাহিদা আক্তার, সহসাংগঠনিক সম্পাদিক আনোয়ারা পারভিন আনু, দপ্তর সম্পদিকা অ্যাড. মৌলুদা পারভিন রিনি, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা প্রমুখ।
সমাবেশে প্রধান বক্তা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন- মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ গঠনে নারীর অবদান অনস্বীকার্য। কিন্ত সেই নারীরা আজও সর্বদা অবহেলিত শোষিত বঞ্চিত।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন- আজকে ঘর থেকে নারীরা বের হওয়ার পর তার ইজ্জত সম্ভ্রম নিয়ে ঘরে ফিরতে পারে না। অন্যদিকে কর্ম ক্ষেত্রেও তারা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছেন। নারী জাগরণ, উন্নয়ন এবং তাদের ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি যেমন একই সূত্রে গাঁথা, ঠিক তেমনি গণতন্ত্র এবং নারীর মুক্তি একই সূত্রে গাঁথা। মহান স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করার পর বর্তমান গণতন্ত্রহীন বাংলাদেশে ঘরে বাইরে কোথাও নারীরা নিরাপদ নন। তাই নারী মুক্তি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই।
উল্লেখ্য গত এক মাস যাবত বিএনপি সার,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতিসহ বিএনপির নেতাকর্মীদের হত্যা,গুম,হামলা,মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।আর এ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় যশোরের রাজনৈতিক পরিস্থিতি অনেকাংশেই গরম। সরকার দলীয় সংগঠনের সাথে বিএনপির মুখোমুখি অবস্থান বিরাজ করলেও পুলিশি বাঁধা পেরিয়ে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ফলে কিছুটা হলেও রাজনৈতিকসহ অবস্থানের সুবাতাস বইছে বলে মনে করছেন যশোর শহরবাসী।
শেয়ার করুন