পুলিশের বাধা উপেক্ষা করে গোলাপগঞ্জ বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

সিলেট

প্রেস বিজ্ঞপ্তি: গোলাপগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে গোলাপগঞ্জউপজেলা বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন তবে উপজেলারইসলাম ব্রাদার্স কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান না করে পরেউপাজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেনদলের নেতাকর্মীরা

গত রবিবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ঢাকাদক্ষিণস্থঅস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদএর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জবিয়ানীবাজার আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছাল আহমদচৌধুরী

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছেক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যেরদাম লাগামছাড়া কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনোপদক্ষেপ নেই মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছেমানুষের ভাত কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমরাঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলেরসঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুররহমান ফয়ছল, গোলাম কিবরিয়া, সিলেট জেলা বিএনপির উপদেষ্টাবদরুল আলম, পৌর বিএনপি সহসভাপতি সাবেক আহবায়কহাসান ইমাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নালমাস্টার সেলিম আহমদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহানআহমদ, আবুল কালাম খোকন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপিরসভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,বাঘাইউনিয়ন বিএনপি সভাপতি কলিম উদ্দিন, আমুড়া ইউনিয়নবিএনপি সভাপতির মাহবুবুর রহমান লুলু, সাধারণ সম্পাদক আবদুলগফ্ফার কুটি, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাভাপতি লুকুজ আহমদ

 

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপিসভাপতি শামীম আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাভাপতিশামসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল আহমদ, উপজেলা বিএনপিনেতা সেনাম আহমদ, সুলেমান আহমদ, আব্দুল কালাম, হাসির আলী, মুজিবুর রহমান, বাবুর আলী, ফেরদৌস আলম, ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: কয়েছ আহমদ, পৌর যুবদলেরযুগ্ন আহবায়ক কামাল আহমদ, জুবেল আহমদ, সদস্য জিয়া উদ্দিন, আঃ আহাদ, রাজন আহমদ, মহসিন আহমদ, সালাহ উদ্দিন, ছাত্রদলেরআহবায়ক তানজিম আহাদ, সদস্য সচিব সাহান আহমদ, যুগ্ন আহবায়কজাকারিয়া শাহজান, ছাত্রদল নেতা আশফাক আহমদ, আশফাকআহমদ, নাহিদ আহমদ, শাকিব আহমদ, মুন্না আহমদরুমেল আহমদ, হুসাম উদ্দিনজাহিদ হাসান, মান্না ফাহিম আহমদ প্রমুখ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *