পুলিশের মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার উদ্বোধন

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

আজ (১ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের সোনাছড়া ডিভিশন মাঠে মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় এই মহড়ার উদ্বোধন করেন।

মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১০৫ জন সদস্য ৫ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করে।

জেলা পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণ সহ বিভিন্ন বিষয় পুলিশের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মাননীয় পুলিশ সুপার মহোদয় মহড়ায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,” মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং সমাজ থেকে অপরাধ দমনে সবাইকে সতর্ক হয়ে কাজ করতে হবে। নিজের দক্ষতা দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করতে হবে।”

উক্ত মহড়ায় আরো উপস্থিত ছিলেন হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন এন্ড ফাইন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *