সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লেখায় গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুল্লাহ আল আমিন নামের এক মাদ্রাসাশিক্ষক।
গত ২৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা সংবাদটির মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ কমেন্ট করেন আব্দুল্লাহ। ওই কমেন্টের ওপর আরও অনেকে আলহামদুলিল্লাহ লিখতে থাকে।
একজন শিক্ষক সমাজের সকল মানুষের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব। আটক ব্যক্তি একজন মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরে গুরুত্ব দেয়া হয় বেশি। ইসলামী স্কলারদের মধ্যে কারো জানা আছে কি কারো মৃত্যুতে ইসলাম আনন্দ প্রকাশের অনুমতি প্রদান করেছে?
যদি ইসলাম অনুমতি প্রদান নাই করে থাকে তাহলে তিনি কোন ধর্মের ধর্মীয় শিক্ষক। আদালতে তার বিচারের সময় এই বিষয়টি বিবেচ্য হবে এটা আমাদের সকলের কাম্য l
শেয়ার করুন