গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে (৩২) হত্যা ঘটনায় করা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. ইউসুফ আলী।
রোববার (১২ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জাকির হোসেন জসিম ফেনী জেলা যুবদলের সভাপতি। শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭। মো. ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি। তাকে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পর দিন পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
ওইদিনই দুই জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক। তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।
শেয়ার করুন