বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজালক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (২৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উত্সব মূখর পরিবেশে সিলেট নগরে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
তিনি বলেন, নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতিত সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উতসব পালন করছেন। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সিসিক মেয়র বলেন, সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূন্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ সহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা।
পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরের আরো কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
শেয়ার করুন