পূবালী ব্যাংকের সিলেট অঞ্চলের প্রথম মহিলা এজিএম হলেন মাকসুদা

সিলেট

পূবালী ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের প্রথম মহিলা সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোসা. মাকসুদা বেগম। সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ তাকে এই পদোন্নতি প্রদান করেন।
এজিএম হিসেবে পদোন্নতি লাভের পর আগামী ১৪ জানুয়ারি রোববার থেকে তিনি পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখার ম্যানেজারের দায়িত্বভার গ্রহন করবেন। বিগত ৩ বছর তিনি পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এর আগে মোসা. মাকসুদা বেগম পূবালী ব্যাংক পিএলসি  শাহপরান শাখায় ৩ বছর ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

শাহপরান শাখার দায়িত্বভার গ্রহনের আগে তিনি ৩ বছর পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখার ম্যানেজার হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য মোসা. মাকসুদা বেগম হচ্ছেন ইংল্যান্ডের টেলিভিশন চ্যানেল এস’র সিলেট অফিসের চীফ রিপোর্টার সাংবাদিক মঈন উদ্দিন মনজুর সহধর্মিণী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *