পৃথক অভিযানে আন্তঃজেলা গাড়ি ও মোটরসাইকেল চোর চক্রের ০৬ সদস্য গ্রেফতার

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের এল.আইসি টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২টি চোরাই পিকআপ গাড়িসহ  মোঃ আজিম (৫২) ও মিন্টু মুন্সী (৩০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আজিম শরীয়তপুর জেলার ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা এলাকার মৃত সামছুল হাওলাদারের ছেলে ও মিন্টু শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দোনস্বর গ্রামের খেলায়েত মুন্সির ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এল.আইসি টিমের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম,শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন বসু এবং ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাত আটটায় কোতয়ালী মডেল থানাধীন মুড়লী মোড় এলাকার পাশাপাশি দুটি মটর ওয়ার্কসপে অভিযান পরিচালনা করে ০২টি চোরাই পিকআপ গাড়ি, মাস্টার চাবি এবং জাল সনদপত্রসহ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
একই দিনে অভয়নগর থানাধীন দিয়াপাড়া ব্রীজ এলাকা হইতে জনৈক শাহারুল ইসলাম এর ১টি ডাব ডিক্স এর ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও আমডাঙ্গা সাকিন হইতে জনৈক মোজাহিদুল ইসলাম এর ১টি কালো কালারের এফজেডএস ভার্সন-৩ মোটরসাইকেল চুরি সংক্রান্তে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে চোর চক্রকে সনাক্ত করে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েল এবং অভয়নগর থানার এসআই মনিরুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটি চৌকস  টিম গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় রাত সোয়া বারোটায় অভয়নগর থানাধীন দিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের  সদস্য কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর আমদুলিয়া গ্রামের মোঃ মঙ্গল আলী ওরফে মকবুলের ছেলে মোঃ বাদশা মিয়া (২১), একই নরেন্দ্রপুর পুরাতন পাড়া এলাকার মৃত আঃ মালেক সরদারের ছেলে
মোঃ রাসেল সরদার (২২) ও কোতোয়ালি থানাধীন বাহাদুর এলাকার মৃত আবু সাঈদের ছেলে
শুকুর আলী রানা (২৯)কে ১টি মোটরসাইকেল, মাষ্টার চাবিসহ গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জ নামক এলাকা হইতে চোর সিন্ডিকেটের আরেক সদস্য  চুয়াডাঙ্গা জেলা সদরের হাজরাহাটি এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (২৮)কে গ্রেফতার করে এবং জনৈক মোজাহিদুল ইসলামের চুরি যাওয়া ইয়ামাহা এফজেডএস ভার্সন-৩ মোটরসাইকেল  ও দিয়াপাড়া ব্রীজ থেকে নেওয়া পালসার মোটরসাইকেলের বিক্রয় লব্ধ টাকা উদ্ধার করে।
এ সংক্রান্ত বিষয়ে অভয়নগর উপজেলার সিরাজ কাঠি গ্রামের নূরুল ইসলামেরছেলে  মোজাহিদুল ইসলাম অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *