নির্বাচনে অনলাইনভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে একথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিপিপির মাধ্যমে এজন্য একটি আলাদা প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৪৮ কোটি টাকা।’
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫