মানবসেবার নামে কথিত প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার রাত ৮টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশীদ বলেন, মিল্টনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মিল্টন সমাদ্দার বর্তমানে আমাদের হেফাজতে আছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
ডিবি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে দ্রুতই বিস্তারিত সাংবাদিকদের জানাবেন ডিবিপ্রধান।
রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ মানবিক কাজের জন্য প্রশংসিত হলেও সম্প্রতি তার নানা কর্মকাণ্ড সমালোচিত হচ্ছে, প্রতিষ্ঠানটির কর্ণধার মিলটন সমাদ্দার ও তার স্ত্রী কিশোরবালা এবং কর্মচারীদের কারণে। এমনকি আশ্রিতদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির মতো ভয়াল অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
শেয়ার করুন