প্রত্যাশা পূরণে মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়-এডভোকেট জুবায়ের

সুনামগঞ্জ

দোয়ারাবাজারে জামায়াতের জনশক্তি সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়। তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতই  পারবে দেশে শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে।

তিনি সোমবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা ন্যায়ের শাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ ও জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে পারি না। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশ ও জাতির যে ক্ষতি করেছে বাংলাদেশে ওই ফ্যাসিবাদের কোনো ক্ষমা নেই। বাংলাদেশে আরো একটি স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে উঠেপড়ে লেগেছে। বিগত ৫ আগস্টের পর যে ক্ষেত্র তৈরি হয়েছে তাই হচ্ছে আরো একটি স্বৈরাচারের উৎপাতের ইঙ্গিত। এখন আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সজাগ না থাকলে আবার ভোটকেন্দ্র দখলের রাজনীতি চালু হবে। এখনই ফসল ঘরে তোলার উপযুক্ত সময়। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি ইসলামপন্থীদের হাতেই ক্ষমতা আসবে। ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, বৈষম্যমুক্ত ও জনবান্ধব বাংলাদেশ। কেউ আমাদের দমাতে পারবে না।

বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিমউদদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসনে এমপি পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খাঁন এবং সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহিন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দুর্নীতি-দুঃশাসনমুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে। আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাঈদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। এই জাতির ভাগ্য নির্ধারনের এখনই উপযুক্ত সময়। তাই জাতিকে আলোর পথে নিয়ে আসতে সৎ ও দক্ষ ব্যক্তিকে নির্বাচিত করে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে। আর সেই নেতৃত্ব একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বারাই সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসনে এমপি পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, দেশে কুরআনের আইনের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে কুরআনকে সংসদে পাঠাতে হবে। সংসদে কুরআইনের আইন চালু করা হলেই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কুরআনের আলে জ্বলে উঠবে।

বিশেষ অতিথি সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আওয়ামী স্বৈরাচার ১৭ বছর জনগণের ওপর চেপে বসেছিল। কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *