প্রথমে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন দুর্নীতিবাজদের ধরছি: প্রধানমন্ত্রী

জাতীয়

পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের অঢেল সম্পত্তির ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক ছিল। হেলিকপ্টার ছাড়া সে চলত না। পরে তাকে ধরা হয়েছে।’

রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গাড়িচালক কীভাবে এত টাকার মালিক হলো, সেটা তো বলতে পারব না। তবে তাদের অপকর্ম আমরা ধরতে পেরেছি বলেই আপনারা এখন জানতে পেরেছেন। নয়তো জানতে পারতেন না।

তিনি বলেন, প্রথমে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তাদের থামিয়েছি। এখন আমরা দুর্নীতি নিয়ে কাজ করছি। দুর্নীতবাজদের ধরছি। এটা চলতে থাকবে।’

শেখ হাসিনা বলেন, ‌অনেকে আমাকে বলেন যে, এসব করলে সরকারের ইমেজ নষ্ট হবে। আমি সেটা মনে করি না। যারা অপরাধ করছে, দুর্নীতিতে জড়াচ্ছে; তাদেরকে ধরতে হবে। এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত ৮ জুলাই সরকারি সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত বৃহস্পতিবার দেশে ফেরেন।

বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই ও নবায়ন করেছে। এসবের বেশির ভাগই সমঝোতা স্মারক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *