প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

খেলাধুলা

জনপ্রিয় ক্রিকেটের খোঁজখবর যারা রাখেন তারা সকলেই মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সম্পর্কে অবগত। ক্রিকেটের আইনপ্রণেতা এ সংস্থার আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দেশের ক্রিকেটকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। এখন খেলা চালিয়ে গেলেও ছেড়েছেন জাতীয় দলে খেলার স্বপ্ন। তবে এরই মধ্যে বড় সম্মাননা পেয়েছেন মাশরাফী। বাংলাদেশি হিসেবে যা দ্বিতীয়।

মাশরাফীর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান পেয়েছিলেন সংগঠক ও সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। এ দফায় মোট ১৯ জনকে আজীবন সম্মাননা দিয়েছে এমসিসি, তাদের একজন মাশরাফী। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন। তবে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার পর পদত্যাগ করেন তিনি।

ক্রিকেটারের বাইরেও এবার দুজন এমসিসির সম্মাননা পেয়েছেন। এর মধ্যে জেন পাওয়েল গত বছরের শেষে ইসিবির ডিজেবিলিটি পারফরম্যান্স ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৯ জনের তালিকায় সবচেয়ে বেশি ৫ জন রয়েছে ভারতের। এর মধ্যে দুই নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ আছেন। এছাড়া পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ হাফিজ।

 

তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন—

মেরিসা আগুইলেইরা – ওয়েস্ট ইন্ডিজ (২০০৮-২০১৯),
মাহেন্দ্র সিং ধোনি – ভারত (২০০৪-২০১৯),
ঝুলন গোস্বামী – ভারত (২০০২-২০২২),
জেনি গান – ইংল্যান্ড (২০০৪-২০১৯),

মোহাম্মদ হাফিজ – পাকিস্তান (২০০৩-২০২১),
রাচেল হেইনস – অস্ট্রেলিয়া (২০০৯-২০২২),
লরা মার্শ – ইংল্যান্ড (২০০৬-২০১৯),
ইয়ান মরগান – ইংল্যান্ড (২০০৬-২০২২),

মাশরাফি মুর্তজা – বাংলাদেশ (২০০১-২০২০),

কেভিন পিটারসেন – ইংল্যান্ড (২০০৫-২০১৪),
সুরেশ রায়না – ভারত (২০০৫-২০১৮),
মিতালি রাজ – ভারত (১৯৯৯-২০২২),

অ্যামি স্যাটারথওয়েট – নিউজিল্যান্ড (২০০৭-২০২২),
আনিয়া শ্রাবসোল – ইংল্যান্ড (২০০৮-২০২২),
যুবরাজ সিং – ভারত (২০০০-২০১৭),
ডেল স্টেইন – দক্ষিণ আফ্রিকা (২০০৪-২০২০),
রস টেলর – নিউজিল্যান্ড (২০০৬-২০২২)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *