প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার কটুক্তি আ’লীগ নেতা আবুলের মামলা দায়ের

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীকে নিয়ে স্যোশাল মিডিয়ায় বিএনপির নেতার কটুক্তি করার ঘটনায় সিলেট সাইবার ট্রাইবুন্যালে মামলা দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

গত ৬ জুলাই দায়ের করা মামলা নং সি.সাই.ট্রাই.ফৌ নং ৪৬/২০২৩ইং।
মামলায় বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের আফতাব আলীর পুত্র আশরাফুল আলম’কে অভিযুক্ত করা হয়েছে।
মামলার লিখিত অভিযোগপত্রে বাদী উল্লেখ করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সম্প্রতি যুক্তরাজ্যে সফরকালে ২৭.০৫.২৩ইং তারিখে অভিযুক্ত আশরাফুল তার ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে আপলোড করে অশালীন ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেয়।
এরপূর্বে ১৪.০৫.২৩ইং তারিখে সে (অভিযুক্ত আশরাফুল) ফেসবুকে থাকা তার নামীয় একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ছিল। বাদী (আবুল) উক্ত স্ট্যাটাসের প্রতিবাদ করলে অভিযুক্ত আশরাফুল বিভিন্ন তারিখ ও সময়ে মামলার বাদী আওয়ামী লীগ নেতা আবুল হোসেনকে হামলা-হত্যা করাসহ নানান ভাবে হুমকি প্রদান করতে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *