প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন – বদরুল ইসলাম শোয়েব

সিলেট

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা-বোন যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল তা কখনো বৃথা যেতে পারে না। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজের জীবন বাজী রেখে নতুন প্রজন্মের জন্য একটা উপযুক্ত বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন। যেখানে জঙ্গিমুক্ত, সন্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত উন্নত সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত একটি নিরাপদ আধুনিক বাংলাদেশ গড়াই মুল লক্ষ্য। সেজন্য আমরা চাই আমাদের নতুন প্রজন্মদের যুগের সাথে নবায়িত করে নিজেকে শুধু পুস্তকনির্ভর না করে মহান মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে কল্যাণমুখী জ্ঞান অর্জন করে প্রযুক্তিতে দক্ষ উন্নত ও পরিপূর্ণ মানুষ যেখানে বিশ্বের সকল প্রতিযোগিতায় ঠিকে থাকার যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে সম্ভব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন।
বদরুল ইসলাম শোয়েব গতকাল ( ৩১ আগস্ট) গোলাপগঞ্জের লক্ষীপাশায় দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়
তিনজন শিক্ষকের বিদায় ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ-দূর্নীতি রোগ হয়ে গেছে। এগুলোর প্রতিরোধ করার জন্য নতুন প্রজন্মের নৈতিক শিক্ষার মানদণ্ড সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার নজরুল ইসলাম, চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবু্ল, সাবেক মেম্বার বশির উদ্দিন, কামাল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *