প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল যশোর

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে।
আজ শুক্রবার (২৬ মে) বিকালে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বিক্ষোভ সহকারে জেলার বিভিন্ন উপজেলার পাড়া- মহলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়।দুপুর গড়িয়ে বিকাল হতেই যশোর টাউনহল ময়দান জন সমূদ্রে রূপ নেয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।

বক্তব্যে শুরুতে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনসভা কর্মীসভা যা পারেন করেন কিন্তু যদি উস্কানিমূলক কোন কথাবার্তা বললে যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগের নেতাকর্মীদের সেখানে পাঠানো হবে। উস্কানি প্রতিহত করা হবে।
বিরোধী দলের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে সন্মান জানিয়ে কথা বলতে শিখুন। নইলে বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, যশোর জেলা আওয়ামীলীগ আপনাদের খুঁজে খুঁজে বের করে শিক্ষা দেবে।
শাহিন চাকলাদার এমপি আরও বলেন, ২০১৪ সালের কথা স্মরণ করবেন। যশোরের আওয়ামীলীগ কি করতে পারে সেটি বার বার মনে করবেন। এখানে কোন পায়তারা মেনে নেয়া হবে না। তাহলে যশোরের জনগণ বসে বসে ললিপপ খাবে না। এসময় তিনি তৃণমূলের আওয়ামীলীগকে স্মরণ করে বলেন, এদেশের জনগণ, ওরা জেলা আওয়ামীলীগের ডাকেই শুধু আসেনি। ওরা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ভালোবাসায়। যেই শুনেছে বিএনপি জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, সেই ওরা বিক্ষোভ সমাবেশে চলে এসেছে স্বতস্ফুর্ত হয়ে। শেখ হাসিনার কিছু হলে ওরা চুপচাপ বসে থাকবে না। ওরা কোন বাঁধাই মানবে না।
বিএনপি জামায়াতকে সতর্ক করে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের কর্মীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেবে না যশোরে। এখানে বিএনপি জামায়াতের কোন ফাও পায়তারা চলবে না। কেননা আপনাদের জানা উচিৎ যশোর আওয়ামীলীগের ঘাটি। সেটা আগে যেমন ছিল, তেমনি এখনো সেই ঘাঁটি আছে। আগামী ৫০০ বছরেও সেই আওয়ামীলীগের ঘাটি বিলুপ্ত হবে না। কেননা বঙ্গবন্ধু যেমন এদেশের মাটি মানুষের জন্য কাজ করতেন। তার কন্যা শেখ হাসিনার উন্নয়নেও আজ বিশ্ব চমকিত। এসব দেখে কিছু হঠকারী মানুষ হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে।

টাউন হল ময়দানে বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, জামায়াত বিএনপি ও তাদের দোসররা আগেও অরাজকতা করেছে আবারো তারা মাঠে সক্রিয়। তবে ডিজিটাল বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে ওদের অরাজকতা করতে দেওয়া হবে না। এজন্য জেলা আওয়ামীলীগের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ প্রস্তত রয়েছে। দাঁতভাঙা জবাব দিতে এরা উসখুশ করছে।
এছাড়া আরো বক্তব্য রাখেন-যশোর-২ (চৌগাছা ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: নাসির উদ্দীন, শিল্প মন্ত্রনালয়ের সাবেক চেয়ারম্যান ভাষা সৈনিক এ্যাডভোকেট মঈনুদ্দীন মিয়াজী, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, শহর আওয়ামীলীগ নেতা লুৎফুল কবীর বিজু, কৃষকলীগ সভাপতি এ্যাডভোকেট মোশারেফ হোসেন, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক জোৎস্না আরা মিলি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিব নওশাদ পল্লব, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান, মহিলা লীগ নেত্রী লাইজু জামান, মহিলা যুবলীগ সভানেত্রী মঞ্জুন্নাহার সোনালী, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *