অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
পরে এক বিবৃতিতে জানানো হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের সিনিয়র নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দলের আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শেয়ার করুন