স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রবাসীরা হচ্ছেন আমাদের দূর্দিনের বন্ধু, আর আপনারা ৭ই জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্যই আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন। এখন ওই মন্ত্রীত্ব ঠিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগীতা। আমাদের জনশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলে কম খরছে বিদেশে যাওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব যাতে পালন করতে পারি সেজন্য সকলের দোয়ার প্রয়োজন। এমপি-মন্ত্রী বড় কথা নয়, যতদিন বেঁচে থাকব আপনাদের শফিক হয়েই মানুষের কল্যাণে কাজ করে যাব। আর আপনাদেরকে সাথে নিয়েই সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে কাজ করব।
তিনি শনিবার (২০ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার পীরেরবাজারে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সৈনিক হিসেবে প্রধানমন্ত্রী আমাদের ভোটে নির্বাচিত ‘আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে নিজের মন্ত্রী সভায় স্থান দিয়ে সিলেট-২ আসনের সর্বস্তরের জনসাধারণকে সম্মানীত করেছেন। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁকে সার্বিক সহযোগীতা করলে তিনি একজন সফল মন্ত্রী হবেন। আর শফিক চৌধুরীর নেতৃত্বে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন শতভাগ বাস্তবায়িত হবে, এটা আমার শতভাগ প্রত্যাশা রয়েছে।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোটেক গিয়াস উদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার ফখর উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, প্রবাসী ফারুক মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক দুলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সেলিম আহমদ।
বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সফু মিয়া, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, মাহমুদুল করিম মঞ্জু, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা আলমগীর হোসেন, গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য ও স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শাহান আহমদ। এসময় অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।