——————————————-
প্রবাসী বাংলাদেশীদের, ভালবাসায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। গতকাল তিনি এক বার্তায় প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা করে বলেন প্রবাসীরা তার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাতে তিনি মুগ্ধ হয়েছেন।
উল্লখ্য গত ২৮জুন তিনি পবিত্র হজ্জ্ব পালনে সৌদিআরবে যান। হজ্জের আনুষ্টানিকতা শেষ করেই দেশটির অন্যতম প্রসিদ্ধ শহর হাফার আল বাতিনে অবস্থানরত প্রবাসীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সৌদি এয়ারলাইন্সের আভ্যন্তরিন ফ্লাইটে বিমানবন্দরে পৌছলে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান সেখানকার নেতৃবৃন্দ। পরে হাফার আল বাতিনে অবস্থানরত নেৃতৃবৃন্দ অনুষ্টানের মাধ্যমে তাঁকে সংবর্ধনা প্রদান করেন। তিনি সেখানকার প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সে বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি চলে যান জেদ্দা প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। সেখানে ও অবস্থানরত প্রবাসী নেৃতৃবৃন্দরা বিভিন্ন ব্যানারে তাঁকে সংবর্ধনা প্রদান করেন। সৌদিআরবে অবস্থানকালে প্রবাসীদের ভালোবাসা এবং তাদের আতিথিয়তায় মুগ্ধ হলেন আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।