প্রবাসে থেকেও জুলাই বিপ্লবে মামলার আসামী সাবেক ছাত্রদল নেতা মুন্না

সিলেট

সিলেটে ফিনল্যান্ড বিএনপি নেতাকে যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে বিস্ফোরক মামলায় আটক করা হয়।

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি হওয়া
প্রবাসী বিএনপির এই নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বুধবার রাত ১১টায় তাকে আটক করা হয়।


ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না গত ২৩ সেপ্টেম্বর ফিনল্যান্ড থেকে দেশে আসেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।

 

তার বিরুদ্ধে করা আনিত সকল অভিযোগ এবং ৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন সাজ্জাদুর রহমান মুন্নার পরিবার।

ফিনল্যান্ড বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একে এম নজরুল ইসলামের সাথে বাসার রাস্থা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিল। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলক ভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেফতার করানো হয়।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এক নির্দেশনায় বলা হয়েছে যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *