প্রবাসে থেকেও সেলিমের মতো বঙ্গবন্ধু কর্মীরা দেশের কল্যাণে কাজ করছেন -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসে থেকেও মোস্তাফিজুর রহমান সেলিমের মতো বঙ্গবন্ধুর কর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন অবিরত। মুজিব আদর্শের সৈনিকরা কখনও অন্যায়ের কাছে মাথানতো করেন না বলেই আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অনেক দেশের কাছে মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি-জামায়াত চক্র শত ষড়যন্ত্র করেও বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারছে না। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে এবং বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনা’কে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

তিনি শুক্রবার (২২ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম’র যুক্তরাজ্য গমন উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশীদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ, জেলা শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য শংকর দাশ শংকু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও গীতাপাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য মো. দবির মিয়া, প্রবাসী সফিক মিয়া, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আব্দুর রব, রকন মিয়া, শাহনুর আহমদ জয়দু, জাবেদ আহমদ, দবির মিয়া, সাইদুল ইসলাম, রাজু আহমদ খান, মুজিবুর রহমান খান, নূরুল ইসলাম বুলবুল, আব্দুল বাতিন, রাসেল আহমদ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, আকবর আলী, সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আলতাফুর রহমান মাস্টার, ভূমি বিষয়ক সম্পাদক লিটন খান, মহিলা বিষয়ক সম্পাদক মিনা বেগম মেম্বার, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, কৃষক লীগ নেতা বাউল সমুজ আলী, সেতু মালাকার, তপুর আলী, আলা উদ্দিন, জমির আলী, সমুজ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, যুবলীগ নেতা ফজলু মিয়া, ইউসুফ আলী, আবুল কাশেম, নাসির আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, আর জে সিজিল মিয়া, শংকর জ্যোতি দে, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, শেখ জুয়েল, শিপন আহমদ, রিপন আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *