প্রয়োজনীয় সংস্কার শেষে মানবতা বিরোধীদের বিচার করে নির্বাচন ঘোষণা করুন

রাজনীতি

লাকসামে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা কালো যুগ পার হয়েছি। ফ্যাসিস্টরা আলেম ওলামা, ছাত্রদের বিনা দোষে বছরের পর বছর জেলে পুরে রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে বিনা দোষে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে ইবলিসের পরামর্শে তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে। হাসিনা মনে করেছিল, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে জামায়াত-শিবিরকে মর্যাদার আসনে বসিয়েছে। মহান আল্লাহ এ জাতির প্রতি নেয়ামত দান করেছেন।’

আজ শুক্রবার সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে তাদের ঋণ শোধ করতে হবে। এ আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শোষণ মুক্ত, ন্যায়-ইনসাফপুর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’

অন্তর্বর্তী সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনার উপর ন্যস্ত দায়িত্ব পালন করুন। প্রয়োজনীয় সংস্কার শেষে মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন দিন।’

লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে পৌরসভা ও উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, ‘আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। পৃথিবীর কোনো জালেম রক্ষা পায়নি। আওয়ামী ফ্যাসিবাদও রক্ষা পায়নি। বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে, চাঁদাবাজমুক্ত করতে হবে, জুলুমমুক্ত করতে হবে, জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন করতে হবে, বেকারত্বের অবসান ঘটিয়ে সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, সাম্যের দেশ গঠনে জামায়াতের কর্মীরা দায়িত্ব পালন করে যাবে।’

তিনি বলেন, ‘ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবে। অনেকে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, যা বাস্তবতার সাথে কোনো মিল নেই। রাসুল স:-এর শাসন ব্যবস্থা-এর উত্তম উদাহরণ।’

পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ ও উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সালের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড: সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মুবীন, কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপত মু. ইয়াছিন আরাফাত।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য মু. মিজানুর রহমান, মু. গোলাম সরওয়ার কামাল, লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, শ্যামপুর থানা আমির আব্দুর রব ফারুকী, নাঙ্গলকোট উপজেলা আমির মু. জামাল উদ্দিন, লাকসাম পৌরসভার সাবেক আমির নুর মোহাম্মদ তাহেরী, মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন নবী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আবুল বাশার, হারুনুর রশিদ, সর্দার আব্দুল কাদের, মোহাম্মদ হোসাইন, জহিরুল ইসলাম জাবেরী, ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

সম্মেলনে কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সরওয়ার সিদ্দিকী অবিলম্বে লাকসামকে জেলা ঘোষণা, ‘নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা, লাকসামে ৫০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করা, লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ স্থাপন, লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক, লাকসাম-মুদাফরগঞ্জ সড়ক, লালমাই-চাঁদপুর সড়ককে চার লেনে উন্নীত করন, লাকসাম বাইপাস এবং বাগমারা বাজারের অবশিষ্ট দুই লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা ও অবিলম্বে কুমিল্লা বিমানবন্দর চালুর ব্যবস্থা করার দাবি জানান।

এসব দাবির জবাবে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কুমিল্লার আসনগুলোতে জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সংসদে গেলে এই দাবিগুলো অচিরেই পূরণ করা হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *