সিলেট সিটি কর্পোরোশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। তাঁর নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের জন্য প্রথাগত শিক্ষার বাইরেও দক্ষতাভিত্তিক শিক্ষা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (৫ এপ্রিল) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেপোলাপমেন্ট সোসাইটি সিলেট এর উদ্যোগে আয়োজি ‘ফ্রিল্যান্সার মিটআপ’ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রযুক্তিখাতে আমাদের সবাইকে যৌথ ভাবে কাজ করতে হবে। এটা শুধু সরকারের একার বিষয় নয়। বেসরকারি খাতকে যুক্ত করতে হবে। প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের সাথে আলোচনা করে তা সমাধান করতে হবে।
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেপোলাপমেন্ট সোসাইটি সিলেট এর চেয়ারম্যান ফারজুক আহমদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক তাজিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইমলাম, ইকো ইটের সিইও মিঠু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম ফয়ছলসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
ফটো ক্যাপশন:
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেপোলাপমেন্ট সোসাইটি সিলেটের উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার মিটআপ’ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী