লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব ও স্বনামধন্য আইটি ফার্ম ইনফিনিটি ফ্ল্যামের যৌথ উদ্যোগে আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে ইনফরমেশন টেকনোলজিতে (আইটি) সফল ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনা রয়েছে। তাই তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি আইটি রিলেটেড বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব আইটি বিভিন্ন ফার্মের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়ার যে সুযোগ সৃষ্টি করে আসছে তা প্রশংসনীয়। পরিশেষে আজকের সেমিনারে আইটি ফার্ম ইনফিনিটি ফ্ল্যামেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইনফিনিটি ফ্ল্যাম এর ফয়সাল আহমেদ। সেমিনারে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব সহ-উপদেষ্টা মো. ইব্রাহীম হোসেন ও ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
শেয়ার করুন