প্রশাসনের অবস্থা উদ্বেগজনক, কেউ কাউকে মানছে না: ফয়জুল করিম

বাংলাদেশ
বর্তমানে প্রশাসনের অবস্থা উদ্বেগজনক। কেউ কাউকে মানছে না, জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা, সরকারি প্রটোকল প্রয়োগ ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে গভীর শঙ্কাও প্রকাশ করেন।
তিনি বলেন, ‘নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা হলে অন্য দলগুলো অবজ্ঞার শিকার হয়, যা প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে এবং বৈষম্যের সৃষ্টি করে।’
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিগত সময়ের নির্বাচন কমিশনারদের পরিণতি সবাই দেখেছে। অপমান ও অপদস্থ হওয়ার নজির রয়েছে। ভবিষ্যতে কোনো সিইসি যেন মব সৃষ্টির শিকার না হন, সেটিই তিনি প্রত্যাশা করেন।’
পাশাপাশি আগামী নির্বাচনে পেশিশক্তি, কালো টাকা ও হুমকি-ধামকি যেন কোনোভাবেই ব্যবহার না হয়-সেদিকে কঠোর নজর দেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, ‘সাংবাদিকরা দেশের মুখপাত্র, কণ্ঠ ও বিবেক। যে দেশে সাংবাদিকরা নিরপেক্ষ থাকে, সে দেশ সঠিক পথে এগোয়। কিন্তু সাংবাদিকরা নিরপেক্ষতা হারালে দেশ ভালোভাবে চলতে পারে না।’
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘দোষীকে দোষী এবং নির্দোষকে নির্দোষ বলার সাহস দেখাতে হবে; কালোকে সাদা বা সাদাকে কালো বলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
মুফতি ফয়জুল করিম বলেন, ‘সরকারি প্রটোকল দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইন-কানুন রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে সেই আইনগত পর্যায়ে না পৌঁছেও সরকারি প্রটোকল দেওয়া হচ্ছে, যা দেশের বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না- তা নিয়েও সংশয় রয়েছে। এতে ভবিষ্যতে প্রশাসন কোন দিকে ঝুঁকে পড়ে কি না, সে বিষয়েও আশঙ্কা তৈরি হচ্ছে।’
তিনি বলেন, দুদকের চেয়ারম্যানসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য একটাই- দুর্নীতিবাজদের নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। এই বার্তাটি সাংবাদিকদের কলমে ও বক্তব্যে বারবার তুলে ধরলে জনগণ সচেতন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি এই অবস্থান জনগণ, সাংবাদিক ও রাষ্ট্রীয় পর্যায়ের সবার একক বক্তব্য হয়, তাহলে বাংলাদেশ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে এবং দেশ গঠনের পথে এগিয়ে যাবে।
সভায় বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবিরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *