প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, দুই ভারতীয় নাগরিক নিহত

জাতীয়

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও তার স্বামী অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আহত প্রাইভেটকার চালক সজীব বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটযোগে সাতক্ষীরা অভিমুখে আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, “নিহত দুই ভারতীয় নাগরিক সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা রেলপথ মন্ত্রণালয়ের আওতায় খুলনা-মোংলা রেললাইন প্রকল্পে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *