
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছয় বিভাগে লিখিত পরীক্ষা হতে পারে।
২ বা ৩ জানুয়ারি এ পরীক্ষা হতে পারে জানিয়ে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলা শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাস চূড়ান্ত করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে, প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজন করার।”
সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ২ বা ৩ জানুয়ারি প্রথম ধাপের লিখিত পরীক্ষা আয়োজন আমরা আসন বিন্যাস প্রস্তুত করাসহ অন্যান্য প্রস্তুতি নিচ্ছি।”
রাজশাহীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও অধিদপ্তরের ওই নির্দেশনা পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ৫ নভেম্বর প্রথম ধাপের বিজ্ঞপ্তি জারি করে।
রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর-এই ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে।
আর দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ১২ নভেম্বর বিজ্ঞপ্তি জারি হয়।
এসব পদে নিয়োগে গত ১৪ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হয়, এ প্রক্রিয়া বৃহস্পতিবার রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত চলার কথা আছে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫