‘প্রিয় কুলাউড়া’র আয়োজনে বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ

মৌলভীবাজার

মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি:

জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘প্রিয় কুলাউড়া’র আয়োজনে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৬ জুন বুধবার আমেরিকা প্রবাসী মোহাম্মদ মুকিত চৌধুরীর পৃষ্টপোষকতায় দিনব্যাপি কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল এলাকায় বানভাসী মানুষের মধ্যে এসব প্রাথমিক চিকিৎসা ও জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ, গ্যাষ্টিক এর ঔষধ ফ্রি বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের শুরুতে প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় সম্পাদক এ কে এম জাবের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিয় কুলাউড়ার উপদেষ্টা সরোওয়ার আলম বেলাল, মোক্তাদির হোসেন, ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, প্রিয় কুলাউড়ার স্টাফ রিপোর্টার আশিকুল ইসলাম বাবু, রুহুল আমিন রাজ্জাক। মুঠোফোনে শুভেচ্ছা জানান প্রিয় কুলাউড়ার পরিচালক মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু, ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমদ তপন ও যুক্তরাজ্য প্রবাসী রাসু আহমদ।

বক্তারা সামাজিক কার্যক্রমের ধারাবিকতা বজায় রাখার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *