প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে ২০ হাজার জরিমানা

জাতীয়

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইন, ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। একইসাথে নকল ওষুধ বিক্রি, বিতরণ ও উৎপাদন করার বিষয়ে যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে এ আইনে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, মেডিকেল ডিভাইস ব্যবহার করার বিষয়েও নতুন ধারা যুক্ত করা হয়েছে। প্রসাধনী উৎপাদন, বিতরণও এই আইন দিয়ে নিয়ন্ত্রিত হবে। ওষুধ প্রসাধন অধিদপ্তর এ কাজ করবে।

তিনি আরও জানান, এখন থেকে নতুন করে প্রসাধনী উৎপাদন করতে হলে সরকারের লাইসেন্স বা অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে নতুন ওষুধ আইনে ৩০টি অপরাধ যুক্ত করা হয়েছে। যা আগের আইনে ছিল না।

এছাড়াও কপিরাইট আইন, ২০২২ এর অনুমোদন দেয়া হয়েছে!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *