প্রেসিডেন্ট হয়েই শ্রীলঙ্কার সংসদ ভাঙলেন দিসানায়েকে

বিশ্ব

গত শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির সংসদ ভেঙ্গে দিয়েছেন নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে। এর আগে তিনি বলেছিলেন, জনগণের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ নয়, এমন সংসদ চালিয়ে যাওয়ার কোন কারণ নেই।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিসানায়েকে ২২৫ সদস্যের সংসদ ভেঙ্গে দিয়েছেন। এখানে তার বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের কেবল তিনটি আসন ছিল। একইসঙ্গে দেশটির আন্তর্জাতিক মুদ্রা তহবিল বেলআউট কর্মসূচির পুনর্বিবেচনা করার জন্য যত দ্রুত সম্ভব একটি সাধারণ নির্বাচনের ডাকও দিয়েছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিসানায়েকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। এর মধ্য দিয়ে সাধারণ নির্বাচনে নিজ নীতির পক্ষে এক নতুন সমর্থন আদায় করতে চান তিনি।

সরকারী গেজেটের একটি বিজ্ঞপ্তি অনুসারে, এই নির্বাচনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় এক বছর আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগাম সাধারণ নির্বাচন হবে ১৪ নভেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *