
চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন ওরফে ছোট জামাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত নাছির উদ্দিন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এখনও ঘটনার কারণ ও দোষীদের সনাক্ত করতে পারেনি।
নিহতের ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ফটিকছড়ি থানায় কোনও মামলা হয়নি এবং গ্রেফতারও হয়নি। নিহত জামাল উদ্দিন এবং আহত নাছির উদ্দিনকে জামায়াতে ইসলামী কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রবিবার জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমির মুহাম্মদ নাজিম উদ্দিন (ইমু) স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় নিহত জামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী লেলাং ইউনিয়ন শাখার কর্মী ছিলেন। ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় একদল সশস্ত্র সন্ত্রাসী ছোরা ও গুলিতে তাঁকে নির্মমভাবে হত্যা করেন। একই ঘটনায় নাছির উদ্দিন গুলিবিদ্ধ হন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখা এই হত্যাকাণ্ড ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি। অন্যথায় জাতীয় নির্বাচনসহ উপজেলার আইনশৃঙ্খলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় মোটরসাইকেলে আসা মুখোশধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলিতে জামাল উদ্দিন নিহত হন এবং নাছির উদ্দিন আহত হন। আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা এবং কেন তাদের ওপর গুলি চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।
জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, “ফটিকছড়িতে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বাইরে বের হতে ভয় পাচ্ছেন। পুলিশের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫