ফায়ার সার্ভিসের সব কিছু ডিজিটাল করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

অত্যাধুনিক ইমারজেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টার -ইআরসিসি চালুর ফলে মানুষের ফায়ার সার্ভিসের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার দুপুরে সংস্থাটির অধিদপ্তরে এই কন্ট্রোল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের কাজ চলমান আছে। ফায়ার সার্ভিসের সব কিছু ডিজিটাল করা হচ্ছে।

ইআরসিসি ভবনের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকভাবে ২৮টি স্টেশন এই স্মার্ট সার্ভিসের আওতায় আছে। পর্যায়ক্রমে সবগুলো স্টেশনকে এর আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে ৫০৩টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে।আরও ৩১টি স্টেশন এই মাসেই উদ্বোধনের কথা রয়েছে। মন্ত্রী জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানো হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি সম্বলিত সরঞ্জাম আনা হচ্ছে। এজন্য ফায়ার ফাইটারদের দেয়া হচ্ছে অত্যাধুনিক প্রশিক্ষণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *