ফিরছেন আরভিন-উইলিয়ামস, শক্ত দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

খেলাধুলা

ক্রিকেট দুনিয়া ব্যস্ত বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল এবং পিএসএলের জন্য। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারেই ঘুমিয়ে যেতে দিচ্ছে না বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যেকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই সিরিজের জন্য বেশ এক শক্ত দলই ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরছেন দুই অভিজ্ঞ তারকা ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস। 

প্রত্যাবর্তন অবশ্য দুজনেরই হয়নি। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে আছে ৩ পরিবর্তন। তাফাদজোয়া টিসিগা দলে আসছেন প্রায় দুই বছর পর। প্রায় একইরকম প্রত্যাবর্তন ওয়েলিংটন মাসাকাদজার। চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন ৩৫ বছর বয়েসী অলরাউন্ডার শন উইলিয়ামস।

আরভিনের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। তিনিও আসছেন বাংলাদেশ সফরে। ইংলিশ দুই তারকা স্যাম কারান ও টম কারানের ভাই বেন কারান থাকছেন সিরিজের বড় নাম। পেস বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ে কোচ জাস্টিন স্যামন্সের মন্তব্য, ‘ছেলেরা দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিবে। বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল গঠনের দিকেই মনোযোগ দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *