ফিলিস্তিনিদের হ ত্যা র প্রতিবাদে রাস্তায় শিবির

সিলেট

গাজায় ইসরাইল বাহিনী কতৃক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  সিলেট মহানগর শাখা। এ সময় ইসরাইলি সকল পণ্য বর্জনের আহ্বান জানান তারা

বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা

এসময় শিবিরের নেতাকর্মীরা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপরে দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে তারা আমাদের হাজার হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহিদ করেছেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ এবং পানিসহ সবদিক থেকে নির্যাতনের স্বীকার হচ্ছে আমাদের ভাইয়েরা। খাদ্যের অভাবে ফিলিস্তিনি জনগণ হাহাকার করছে, মৃত্যুবরণ করছে। এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না।

তারা আরোও বলেন, দখলদার ইসরায়লি বাহিনী ও তার দোসর আমেরিকা ও ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাদের সাথে সকল বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে। আমাদের প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ও সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *