ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ ও মানববন্ধন

সুনামগঞ্জ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে
বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদ।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল করা মধ্যে রয়েছে সুরমা ইউনিয়নের বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষাগন। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়ান। এ সময় তাদের ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরায়ের’সহ বিভিন্ন স্লোগান দেন।

সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি মোঃ সারোয়ার হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাষ্টার,মাওলানা জমির উদ্দীন, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক জনাব মোঃ ইকবাল হোসেন বুলু,মোঃ মনির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন আকুল সাহেব,সুরমা ইউনিয়নের ইউপি সদস্য হাছান আলী, সমাজ সেবক হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা তারা বলেন সারা বিশ্বের মুসলিমরন ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকাম মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। পৃথিবীর সবচেয়ে তথাকথিক পরাশক্তি আমেরিকা অবশ্যই তাদের লেজ গুটিয়ে নিবে এবং তা তারা পৃথিবীর দেশে দেশে তাদের খবরদারি বন্ধ করবে। তাদের আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গায় থাকুন, আরব বিশ্ব থেকে পিছে হটে যান। তাহলে আপনারা ভালো থাকবেন। যদি আপনারা আরব বিশ্বে খবরদারি করেন, তাহলে আপনারা টিকে থাকবেন না।

তারা আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *