ফুটপাত দখল; ৭ ব্যবসায়ীকে জরিমানা

জাতীয়

শেখ রাসেল বাগেরহাট জেলা প্রতিনিধি:

মোংলা পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে মোংলা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও দীপংকর দাশ একাধিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাতে বিক্রয় সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ৭ প্রতিষ্ঠানকে ২হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা কৃত প্রতিষ্ঠান গুলি হলো- বাগেরহাট ষ্টোর, মদিনা ষ্টোর, খানজাহান ষ্টোর, বুলবুল ষ্টোর, মাহাতাব ষ্টোর, রোকেয়া ষ্টোর ও অপুর্ব ষ্টোর

এমন অভিযানে সন্তোষ্টি প্রকাশ করে জন দুর্ভোগ কমাতে প্রশাসনের নিয়মিত এমন অভিযান দাবি করেন স্থানীয়রা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, সড়কে যানজটের মূল কারণ হচ্ছে ফুটপাত দখল করে গড়ে উঠা অস্থায়ী দোকান ও স্থাপনা। ফুটপাত দখলের কারণে শহরে জন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এসবের কারণে সড়কে শৃঙ্খলা নেই। জনকল্যাণে প্রতিটি সড়কের ফুটপাত দখল করে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *