ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিলেট

 

“মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরী শাখার আয়োজনে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার উপদেষ্টা সহ-সভাপতি মুকতাবিস উন নুর। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক আলী ফারহান আহমদ। যৌথ সঞ্চালনায় ছিলেন শাখা সহকারী পরিচালক জুনাঈদ আহমদ জিসান এবং সংগঠক অগ্র. আন্দালিব আব্দুল্লাহ জারিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ড. ইসমাইল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাসুদ সরকার, অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ (শাবিপ্রবি); শাখা কিশোর থিয়েটার উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী; তারিক এম এ কাইয়ুম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ (শাবিপ্রবি); শাখা প্রাক্তন পরিচালক এড. জুনেদ আহমদ এবং কেন্দ্রীয় আসরের শিক্ষা সম্পাদক মুতাসিম বিল্লাহ মাসুম।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ফুলকুঁড়ি আসরের ৫১ বছরের গৌরবোজ্জ্বল পথচলা, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মেধা ও নৈতিকতার বিকাশে সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অতিথিদের উদ্দীপনামূলক বক্তব্য এবং শিশু-কিশোরদের মনোজ্ঞ পরিবেশনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে ৫ম ক্ষুদে গণিত উৎসব এবং মাইন্ড ম্যারাথন সিজন–২-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *