ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরনের কাপড় ব্যতীত পুড়ে গেছে সর্বস্ব। শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সইফ আলীর বাড়িতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন দমকল বাহিনীর সদস্যরা। লাকড়ির চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে তালা লাগিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর রহস্যজনক আগুন লাগার ঘটনা জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে ইলাশপুর গ্রামের সইফ আলীর তালাবদ্ধ আধাপাকা ঘরে আগুন দেখতে পান তারা। এ সময় সইফ আলী ও তার পরিবার ছিলেন মেয়ের শশুর বাড়িতে ইফতার নিয়ে। বেলা ২টার দিকো ঘর তালাবদ্ধ করে মেয়ের শশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা তখন আগুন নেভাতে চেষ্ঠা করেন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট একযোগে কাজ করে। টিম লীডার হিসেবে ছিলেন শফিকুল ইসলাম ও টিম লীডার মো. নজরুল ইসলাম।
ফায়ার সার্ভিস স্টেশনের টিম লীডার মো. নজরুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়িটি ছিল তালাবদ্ধ। স্থানীয়দের মাধ্যমে জেনেছেন ঘরের চুলায় ইফতারি রান্না করে বাড়ির লোকজন ছিলেন মেয়ের শশুর বাড়িতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলো বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তাদের হিসেব মতে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৫ লাখ টাকার ক্ষতি হতে পারে।তবে তালা লাগিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর আগুন লাগার ঘটনায় রহস্যের ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু জানান, পরনের কাপড় ছাড়া শুন্য হয়ে গেছে সইফ আলীর পরিবার। চার রুমের আধাপাকা ঘরে শুধু ছাই ভস্ম পড়ে আছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ইউপি চেয়ারম্যান। এমন বিপদে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষদের সহযোগিতা এবং ফেঞ্চুগঞ্জ দমকল বাহিনীর সদস্যদের নিরলস ভাবে কাজ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান জিলু। ওই পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টায় ফেঞ্চুগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন পুড়ে ছাই হয়ে যায় বাজারের ৮টি দোকান।
শেয়ার করুন