ফেঞ্চুগঞ্জে বন্যা ভয়াবহ রূপ ধারণের শঙ্কা

সিলেট

ঈদের আনন্দের বদলে নিরানন্দ বয়ে চলেছে ফেঞ্চুগঞ্জ উপজেলায়। টানা বৃষ্টিও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে দ্রুত। উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন সড়ক। পানিবন্দি রয়েছেন হাজারো পরিবার। ফেঞ্চুগঞ্জের ইউএনও’র বাংলোতেও পানি উঠেছে। দ্রুত বাড়ছে নদীর পানি।

 

মঙ্গলবার দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফেঞ্চুগঞ্জ সদরের পূর্ববাজার, ইন্তাজ আলী মার্কেট, ডাকঘর সড়ক, হাসপাতাল ও উপজেলা প্রশাসন সড়কসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কের উপর দিয়ে পানি বইছে।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াঙ্কা শ্যামল সিলেটকে জানিয়েছেন, উপজেলায় ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ বন্যা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি আছে। ইতোমধ্যে ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে উঠেছেন বানভাসি ১৪ পরিবার। তাঁর নিজের বাংলোতে পানি উঠায় অন্যত্র আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন ইউএনও।

 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেঞ্চুগঞ্জের গেজ পাঠক গিয়াস উদ্দিন মোল্লা জানিয়েছেন, মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে  প্রবাহিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *