
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (রোববার, ১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলাপকালে জামায়াতের নায়েবে আমির এ কথা জানান।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর আপত্তি নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করলে ভালো হয়।’
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সবকিছু স্পষ্ট থাকা জরুরি। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কাজ থাকা দরকার। সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এতে নিরপেক্ষ নির্বাচনের শর্তগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’
এ সময় তিনি বলেন, ‘৫৪ বছরের নির্বাচনী সংস্কৃতি থেকে বের হতে এবারের নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই। যা প্রতিনিধিত্বমূলক নির্বাচনের পথে ভালো পদক্ষেপ হবে। সেই সঙ্গে দেশে আর কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন সহ্য করার ক্ষমতা নেই, এমনটা হলে দেশের মানুষ আবারও রাস্তায় নামবে।’
নির্বাচনের আগে দৃশ্যমান বিচার কাজ থাকা দরকার বলেও জানান তিনি। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের শর্তে এর গুরুত্ব রয়েছে। সিইসির সঙ্গে বৈঠকে সংসদীয় আসনের সীমানার বাইরেও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়।’
এটি সীমাবদ্ধ হলেও সিইসির পক্ষ থেকে তা নিরসনে কমিশন কাজ করছে বলে জানানো হয়। এসময় এক প্রশ্নের জবাবে কমিশনের উপর দলটির আস্থার বিষয়ে তিনি বলেন, ইসির তৎপরতা দেখে সিদ্ধান্ত জানাবে জামায়াতে ইসলামী।