ফেসবুকে শিবিরকে কোপানোর হুমকি, ছাত্রদল নেতার নামে মামলার আবেদন

রাজনীতি

ফেসবুকে ‘শিবিরকে কোপানো জায়েজ’ লিখে স্ট্যাটাস দেওয়ায় নোয়াখালীতে সোহাগ গাজী নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার আবেদন করেছে স্থানীয় ছাত্রশিবির।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী শহর শাখা শিবিরের আইন বিষয়ক সম্পাদক আবদুল কাউয়ুম বাদী হয়ে সুধারাম মডেল থানায় অভিযোগ দেন।

অভিযুক্ত সোহাগ গাজী সদর উপজেলা আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের জালাল আহমদের ছেলে। এছাড়া সোহাগ গাজীর স্ট্যাটাস শেয়ার করায় একই এলাকার ইউসুফ মাঝির ছেলে আরিয়ান হোসেন বাবলুকেও আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্রদল নেতা সোহাগ গাজী তার নিজের ফেসবুক আইডিতে ‘শিবির কোপানো জায়েজ ছিল, আছে, থাকবে- ইনশাআল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন, যা বাবলুসহ অনেকে শেয়ার দেন। এতে দেশের ধর্মীয় ও রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কা থাকায় আসামিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *